কমল কান্ত কর্মকার, চীফ রিপোর্টার, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীনের আরাজী-বোচাপুকুর গ্রামের বাসিন্দা আদিবাসী নাগরিক এমিল হাসদা এবং লক্ষ্মী হেমরম এর জমি-জমা এৎধন করার চেষ্টা চালাচ্ছে উক্ত এলাকার কতিপয় ভুমিদস্যু ব্যক্তি যথাক্রমে-১। মোঃ বিপুল ইসলাম, পিতা-রহিদুল ইসলাম, সাং-অর্জুনাহার, ২। মোঃ ইব্রাহীম, পিতা-মৃত ওয়াহেদ ফকির, ৩। শ্রীবাস রায়, পিতা-মাধবলাল রায়, সাং-জগদল, ৪। মোঃ লতিফুর রহমান, পিতা মোঃ আঃ হামিদ, সাং-আরাজী বোচাপুকুর, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।
এরা আদিবাসীর জমি এৎধন করার জন্য স্থানীয় সাব-রেজিষ্ট্রী অফিস, তহসীল অফিস ও এসি-ল্যান্ড অফিসকে অনৈকি উপায়ে প্রভাবিত করে ঋবনৎরপধঃবফ দলিল নং-১০৩৫, তারিখ ১৫/০২/২০১৭ এবং দলিল নং-৪০২১, তারিখ ১৩/০৭/২০১৭ ইং সৃজন করে বীরগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিসে বিধি বহির্ভুতভাবে রেজিষ্ট্রী সম্পাদন করেছে এবং উক্ত দলিল ২টির গর্ভে মিথ্যা তথ্য লিখে জমির মালিক মঙ্গলু হেমরম নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করেছেন মর্মে বর্ণনা করে নিজেরাই মিথ্যা ওয়ারিশ সেজেেেছন। ভুমিদস্যুগণ তাদের অপরাধ কাজের সহযোগী হিসেবে ব্যবহার করেছেন আদিবাসী নাগরিক
১। সুলতান হেমরম, পিতা-মৃত চান্দ্রাই হেমরম, সাং-মাকরাই ও ২। নিকোলাস সরেন, পিতা-লুইস সরেন, সাং-চৌপুকুর, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরগণকে। বর্ণিত ভুমিদস্যুগণ এমিল হাসদার মালিকানার আরাজী-বোচাপুকুর মৌজার ৪১,৫৪,৫৬,৫৩,৫৯ নং দাগের ৯১.৫০ শতাংশ জমির উপর হামলা করে চলেছেন এবং লক্ষ্মী হেমরম এর মালিকানার একই মৌজার, একই তফসীলের ৪০.৯৩ শতাংশ জমি জবর-দখল করার চেষ্টা করছেন। ভুমিদস্যুগণ এমিল হাসদা ও লক্ষ্মী হেমরম এর বিরুদ্ধে হয়রানীমুলক ১৪৪ ধারার আওতায় মামলা করে তাদেরকে বিপর্যস্ত করার চেষ্টা করেছেন।
এমিল হাসদা ও লক্ষ্মী হেমরম দ্বয় গত ১৪/০৪/২০১৮ ও ২৩/০৫/২০১৮ তারিখে দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ভুমি প্রশাসনের সকল ফোরামে সংঘটিত ঈড়ৎৎঁঢ়ঃরড়হ এর বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে প্রতিকার প্রার্থনা করেছেন এবং ভুমি কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ভুমিদস্যুদের বিরদ্ধে শাস্তি দাবী করেছেন।
ভুক্তভোগীদ্বয় বলেছেন, জাল তথ্য ও জাল কাগজ ব্যবহার করে সরকারের ভুমি প্রশাসনের সহায়তায় জালিয়াতি করা কেবল বাংলাদেশেই সম্ভব, সরকারী কর্মকর্তারা ঘুষ পেলে সব হালাল। এখানে অভিযোগ করার কোন জায়গা নাই এবং অভিযোগ শোনার কেহই নাই। অপরাধী সিভিল নাগরিকেরা উৎসাহিত হয় আর অপরাধী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রমোশন হয়।