মিতু, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: ছবি তুলতে কে না ভালোবাসে। সে সাধারণ মানুষই হোক বা তারকা। এমনই একজন হলেন আলিয়া ভাট। যেখানেই যান না কেন সেখানেই ছবি তোলেন তিনি। সঙ্গে অবশ্য সবসময়ই তাঁর পার্সোনাল ফটোগ্রাফারও থাকেন। ভাবছেন তিনি কে? তিনি আর কেউ নন, স্বয়ং রণবীর কাপুর।
সম্প্রতি আলিয়া নিজের একটি ছবি শেয়ার করেছেন। ব্রহ্মাস্ত্রের শুটিংয়ের ফাঁকে আলিয়ার ছবিটি তুলেছেন রণবীর কাপুর। ছবিটি শেয়ারের পর থেকেই ছড়িয়ে পড়ে। অনেকে বলতে শুরু করেছে যে ধীরে ধীরে রণবীর, আলিয়ার পার্সোনাল ফোটোগ্রাফার হয়ে যাচ্ছেন।
আর বলবেই না কেন, আলিয়ার একের পর এক ছবিতে ফোটোগ্রাফারের নামের জায়গায় যে RK লেখা। অর্থাৎ রণবীর কাপুর। অগাস্টে রণবীরের তোলা বেশ কিছু ছবি আলিয়া শেয়ারও করেছেন।
বুলগেরিয়ায় শুটিং করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। এরপর থেকেই আলিয়া-রণবীরের ডেটিংয়ের জল্পনা শুরু হয়। প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি তাঁরা। তবে, মহেশ ভাট তাঁদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য, সূত্র, ঘটনা, অনুষ্ঠান, পণ্য, সেবা কিংবা মতামত নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।