কোনো মুক্তিযুদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না বলে গণমাধ্যমকে সর্তক করেছে হাইকোর্ট। কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলে সম্বোধন করে, তাদেরকে হাইকোর্টে তলব করা হবে।
মঙ্গলবার, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি এফ আর এফ নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত তার শুনানিতে বলেন, মুক্তিযোদ্ধা সনদ কোনো কারণে ভুয়া হতে পারে, তবে কোনো ভাবেই প্রকৃত মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। দুএকজন ভুয়া সনদধারীদের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের হেয় করে কথা বলা যাবে না।