মোঃ আব্দুর রাজ্জাক,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর মাতা ইলা রানী মোহন্ত (৭০) বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন শ্বাস কষ্ট এ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। উপজেলার রানীগঞ্জ বাজারের সাবেক রেশন ডিলার শৈলেন্দ্র নাথ মোহন্তের সহধর্মিণী। মৃত্যু কালে স্বামী, ২পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনি রেখে গেছেন।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা।
প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এস এম আলমগীর হোসেন, ইত্তেফাক ঘোড়াঘাট প্রতিনিধি জিল্লুর রহমান, যায়য়ায় দিন প্রতিনিধি শফিকুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম, সংবাদ প্রতিনিধি মাহতাব মাহমুদ, তিস্তা প্রতিনিধি এম এ গাফফার, মোহনা টি ভি প্রতিনিধি সামছুল ইসলাম,চাঁদনী বাজার প্রতিনিধি সওদাগর মোখলেছুর।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য, সূত্র, ঘটনা, অনুষ্ঠান, পণ্য, সেবা কিংবা মতামত নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।