আব্দুর রাজ্জাক, সিনিয়র রিপোর্টার দিনাজপুর: ঘোড়াঘাটে ৫০০শ,বোতল ফেন্সিডিল উুদ্ধার, গ্রেফতার ২, মাইক্র আটক দিনাজপুরের ঘোড়াঘাটে হাইচ মাইক্রো থেকে ৫০০শ, বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে যানা গেছে শুক্রবার সকাল ৭ টায়,গোপন সুত্রের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এ, এস, আই, মোঃ মন্জুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ দিনাজপুরের ঘোড়াাঘাটে মহাসড়কে অভিযান চালায়।
উপজেলার রাণীগন্জ বাজারে সকাল ৭ টায়, টি,ভি,এস,শো রুমের সামনে মহা সড়কে ব্যারিকেট দিয়ে, ১টি কালো রংঙ্গের হাইচ মাইক্রো(ঢাকা মেট্রো-চ-১১-৯০৫০)কে আটক করে। পুলিশ মাইক্রটি তল্লাশি চালায়।
মাইক্রোর ভিতরে রক্ষিত চটের বস্তায় ৫০০শ, বোতল।আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।এ সময় মাইক্রো চালক মোঃরবিউল ইসলাম(৩৬) পিতাঃমৃঃ চান মিয়া সাং করিমা বাদ, থানা,মেঘনা।
সঙ্গী মোঃ ইউনুছ আলী(৩৯) পিতা আঃ রহিম, সাং জগতপুর, থানা, কুমিল্লা। কে গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাইক্রোটি আটক করেছে পুলিশ।