মোঃ আফজাল হোসেন,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ১-৭ অক্টোবর ২০১৮ বাস্তবায়ন উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নজমুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
তথ্যভিত্তিক উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান সাঈদ। সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। জেলা সহকারী শিক্ষা অফিসার তোফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হেমন্ত কুমার রায়, বিরল উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান, চিরিরবন্দর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আজমল হক, উপজেলা শিক্ষা অফিসার চিরিরবন্দর মোঃ সারওয়ার হোসেন।
আয়োজকরা সভায় জানান ৫-১৬ বয়সী শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে ৮ লাখ ৩৪ হাজার ৪শত ৯৫ জনকে এবং শিক্ষার্থীদের ওজন, উচ্চতা পরিমাপ করা, দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে। ২য় পর্বে মাঠ পর্যায় মাঠকর্মীদের হাতে কলমে ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য সেবার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া গত ২৩ সেপ্টেম্বর জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে জেলা ওরিয়েন্টেশন সভা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন সুস্থ্য জাতিকে রক্ষা করতে হলে সুস্থ্য সন্তান প্রয়োজন। পুর্ষ্টিহীনতা থাকলে শিক্ষার্থীদের পড়া শুনার সমস্যা দেখি দিবে। চোখকে ভাল রাখতে হলে উজ্জ্বল আলো থেকে চোখকে রক্ষা করতে হবে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য,বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি,ভ্রমন, তারুণ্য, ক্যামপাস নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।