মোঃ আফজাল হোসেন,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: দিনাজপুর জেলার ৬ আসনের একাদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ মনোনীত প্রার্থী ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোটে কাজী লুৎফর রহমান চৌধুরীর ব্যাপক গণসংযোগ চলছে।
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য এ্যাডভোটে কাজী লুৎফর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য-১১ দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) প্রেসিডিয়াম সদস্য, ন্যাপ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ন্যাশলান আওয়ামী পার্টি। অতীত ঐতিহ্যে নতুন দিনের প্রত্যাশায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ মনোনীত প্রার্থী ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী তার নিজ এলাকায় এসে ৪টি উপজেলাসহ আশপাশের এলাকাগুলিতে যেমন, ডুগডুগীহাট, বলাহার বাজার, ওসমানপুর, ঘোড়াঘাট, ঋষিঘাট, রানীগঞ্জ বাজার, ভর্ণাপাড়া, হরিপাড়াহাট ও বলগাড়ী বাজার গণসংযোগ করেন।
এলাকার জনগন আগামী সংসদ নির্বাচনে তাকে দেখতে চায়। এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন তিনি তার পাশে দাড়ান। আগামী সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী। এ্যাডভোটে কাজী লুৎফর রহমান চৌধুরী জানান দল থেকে আমাকে মনোনয়ন দিলে আমি আগামী একাদশ সংসদ নির্বাচনে এই এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চাই। হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর নির্বাচনী এলাকা -৬ এই এলাকায় প্রায় আড়াই লক্ষ ভোটার রয়েছে, তারা আগামীতে নতুন মুখ দেখতে চায়।
সে জন্য এ্যাডভোকেট কাজী লুৎফর রহমান চৌধুরী ১৪ দল থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। ফলে তিনি দিন রাত বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার বিপুল পরিমান সমর্থক রয়েছে। তিনি সাংবাদিকদেরকে জানান আগামীতে আমি নির্বাচিত হলে এই এলাকার অসমাপ্ত কাজগুলি দ্রুত বাস্তবায়ন করব। তিনি ৫টি উপজেলা নিয়ে জেলা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি তুলে ধরবেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য,বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি,ভ্রমন, তারুণ্য, ক্যামপাস নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।