মোঃ আফজাল হোসেন,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: ফুলবাড়ীতে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র্যালি, আলোচনা সভা ও সাস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ৩০ শে অক্টোবর সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক বিষয়ে এক বনাঢ্য র্যালি বের হয়ে ফুলবাড়ী শহর প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা চত্ত্বরে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া, উপজেলা পরিবার পরির্কপনা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভাটি পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখতারুজ্জামান। পরিশেষে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের অয়োজনে দিন ব্যাপি এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারি, প্রিন্ট মিডিয়ার সংবাদিকগন, স্কুল কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য,বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি,ভ্রমন, তারুণ্য, ক্যামপাস নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।