মোঃ আফজাল হোসেন,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরকারী কলেজ রোডে মাইট ট্রেনিং ইনিষ্টিটিউট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ১২ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মাইট ট্রেনিং ইনিষ্টিটিউট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর সচিব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব কামরুজ্জামান কামরু, জি.এম পাইলট উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, পুকুরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সচিব মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মাইট ট্রেনিং ইনিষ্টিটিউট শাখার পরিচালক প্রকৌশলী আবু রুবেল মোঃ মাছুদ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইট ট্রেনিং ইনিষ্টিটিউট শাখার সভাপতি মোঃ আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রী, স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য,বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি,ভ্রমন, তারুণ্য, ক্যামপাস নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।