চন্দন মিত্র,নিজস্ব প্রতিবেদক, স্মার্ট নিউজ টোয়েন্টিফোর: “সবাই মিলে আলোচনা করি, মাদক মুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে শুধু স্লোগানের মধ্যে লিফলেট, ব্যানারে লিখিত মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি সীমাবদ্ধ না রেখে বাস্তবে এর কার্যকারীতা এবং প্রয়োগ করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সুশিল সমাজের ব্যক্তিবর্গ মিলে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
আগামী প্রজন্মকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশ ও জাতির স্বার্থে মাদকমুক্ত সমাজ গঠন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মাদকাসক্ত একজন শুধু তার নিজের পরিবারকেই ধ্বংস করে না গোটা সমাজকেই অন্ধকারে পরিণত করে। তাই মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে মা-বাবার পাশাপাশি সমাজের বিবেকবান সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। গত ১১ ফেব্রুয়ারী দিনাজপুর ঘাসিপাড়া ও মুন্সিপাড়ায় দুস্থ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলোর পাশাপাশি এও বলেন যে, শুধু আইনের শাসন দ্বারা মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন গণ সচেতনতা।
এই সচেতনতা বৃদ্ধি করতে হলে এখন থেকেই মাদকের কুফল সম্পর্কে স্কুল কলেজে বাধ্যতামূলক পাঠ্যক্রম শিক্ষার পাশাপাশি মাদক সম্পর্কে একটি অবৈতনিক শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করলে মাদকের কড়াল গ্রাস থেকে জাতি কিছুটা হলেও রক্ষা পাবে। সর্বোপরি আমাদের প্রয়োজন গাছের আগায় পানি না ঢেলে গোড়ায় পানি ঢালা।
তাহলেই মাদকমুক্ত দেশ ও জাতি গড়ে উঠবে। মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু, বিশেষ অতিথি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু আহম্মেদ জাফুরুল্লাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মানবেন্দ্র মনোজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের কড়াল গ্রাস থেকে জাতিকে রক্ষা করতে উপরোক্ত কথাগুলো সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুন্সিপাড়া দুস্থ নারী উন্নয়ন সংস্থার দলনেত্রী শামিমা রহমান ইভা।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর
আপনার চারপাশের কোনও সংবাদ, তথ্য, সূত্র, ঘটনা, অনুষ্ঠান, পণ্য, সেবা কিংবা মতামত নিয়ে লিখতে পারেন আপনিও Email: report@smartnews24.com স্মার্ট নিউজ টোয়েন্টিফোর আপনার তথ্যটি ছড়িয়ে দিবে অসংখ্য মানুষের মাঝে।