আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে তাদের উদ্দেশে একথা বলেন শেখ হাসিনা।
এ সময়, আটত্রিশ বছর আগের এই দিনটির কথা স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেদিন দেশে ফিরে এসেছিলেন সংগঠনকে শক্তিশালী করতে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে।’
তার এই রাজনৈতিক জীবনে মানুষের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাঁর জীবন শঙ্কার মধ্যে জেনেও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগই তাঁর পরিবার এবং দেশের মানুষই তার চলার পথের পাথেয়।’
দেশকে একদিন দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ব্যাপারে আশা প্রকাশ করেনন প্রধানমন্ত্রী।