কাল বৈশাখী ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙ্গে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। শুত্রবার ইফতারের পর এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা চলছে।
প্রাথমিক ভাবে মসজিদে উপস্থিত লোকজন উদ্ধার কাজে চালায়। পরে তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস।
ঝড় ও বজ্রপাতে রাজধানী ঢাকাসহ সারদেশে ৯ জন নিহত হয়েছে। কাল বৈশাখী ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের প্যান্ডের ভেঙ্গে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশত।
শুক্রবার ইফতারের পরের শুরু হওয়া এ কাল বৈশাখী ঝড়ে রাজধানীর বাড্ডায় দেয়াল চাপা পড়ে নিহত হয়েছে আরও দু জন।
এদিকে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে কৃষকসহ ছয়জন নিহত হয়েছে। এসময় বজ্রপাতে চারজন আহত হয়েছে।
নওগাঁয় বজ্রপাতে এক কৃষকসহ মারা গেছে তিনজন। নিহতরা হলেন, পোরশার গানোইর গ্রামের শফিকুর ও হাসান এবং আত্রাইয়ের জাহাঙ্গীর আলম। পুলিশ জানায়, বিকেলে ধান কাটার সময় বজ্রাপাতে নিহত হন হাসান ও শফিকুর। আর মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের শ্রীরামপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, শ্রীরামপুরের রেজাউল হক এবং একই গ্রামের মূসা।
ঝড়ের আঘাতে রাজশাহীর বানেশ্বর ইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান সরকারের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ঘরের চালা পড়ে মৃত্যু হয় তারা।
এছাড়া, টাঙ্গাইলের মধূপুরে বজ্রপাতে এক পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এদিকে, ঝড়ে পাবনার ভাঙ্গুরায় রেললাইনের উপর গাছ ভেঙে পড়ায় উত্তর-দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।